Thank you for trying Sticky AMP!!

আপনি জানেন কি?

১. সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
২. ভাষাসৈনিক আবদুল মতিন কবে মারা যান?
৩. ২০১৪ সালের ২০তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
৪. সম্প্রতি মাওয়া-কাওড়াকান্দি ঘাটে কোন লঞ্চটি ডুবে দুই শতাধিক যাত্রী মারা যায়?
৫. এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কে কে?
৬. ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
৭. সম্প্রতি শ্রীলঙ্কার কোন বিশ্বখ্যাত খেলোয়াড় টেস্ট থেকে অবসর নেন?
৮. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পেয়েছেন কে?
৯. মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাবপ্রাপ্ত একমাত্র সদ্যপ্রয়াত আদিবাসী মুক্তিযোদ্ধা কে?

উত্তর:
১. শিরীন শারমিন চৌধুরী
২. ৮ অক্টোবর ২০১৪
৩. গ্লাসগো, স্কটল্যান্ড
৪. পিনাক-৬
৫. এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পেয়েছেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী।
৬. হায়দার আল আবাদি
৭. মাহেলা জয়াবর্ধনে
৮. লিওনেল মেসি
৯. ইউকেচিং মারমা