Thank you for trying Sticky AMP!!

আমাদের প্রত্যাশা

বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্ট িদনটিকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে বাংলাদেশসহ বিশ্বের আদিবাসীরা দিনটিকে উত্সবমুখর পরিবেশে পালন করে। গতকাল শনিবার ছিল সেই আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আদিবাসীরাও দিবসটি পালন করেছে।
এ দেশে ৪৫ থেকে ৫৪টি আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করে বলে বিভিন্ন গবেষণায় পাওয়া যায়। এসব জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য।
১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উক্য সিং মারমাসহ অনেক আদিবাসী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জীবন দিয়েছেন অনেক নাম-না-জানা আদিবাসী মুক্তিযোদ্ধা।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন’। এ বিষয়কে সামনে রেখে আদিবাসীদের যথাযথ স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় দেশের সব মুক্তিকামী গণতন্ত্রমনা প্রগতিশীল মানুষের সেতুবন্ধ রচিত হবে, এ প্রত্যাশা আমাদের সবার।