Thank you for trying Sticky AMP!!

ইল্লু আর চিল্লু

করোনাকালে আমরা সবাই বাড়িতে আছি। স্কুল বন্ধ। বন্ধুদের সঙ্গে দেখা নেই, খেলা নেই, গল্পগুজব নেই। মা-বাবার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়াও হয় না। ফলে দিনগুলো তেমন ভালো কাটছিল না। তবে এই দুঃসময়ে আমাদের কাছে আনন্দ হয়ে এল একটি সাদা বিড়াল।

প্রতিদিন ও আমাদের বাসায় আসা–যাওয়া করত। এক সময় থেকেও গেল। কিছুদিনের মধ্যেই বিড়ালটির দুটি ছানা হলো। একটি ছানা ধূসর রঙের, আর অন্যটি ধূসর ও সাদার মিশেল।

আমার ভাই ও আমি পশুপাখি খুব পছন্দ করি। তাই কিছুদিনের মধ্যেই ছানাগুলোর সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেল। আমরা ছানাগুলোর সঙ্গে খেলতাম, সময় কাটাতাম। আমরা ডাকলে ছানাগুলো ছুটে আসত। ওরা নিজেদের মধ্যেও খেলা করত। দিনের অনেকটা সময় ওরা ঘুমিয়ে কাটাত। আমরা তা মুগ্ধ হয়ে দেখতাম।

শেষ পর্যন্ত ওরা আমাদের বন্ধু হয়ে উঠল। আমরা ওদের নাম দিলাম ইল্লু ও চিল্লু। কিন্তু কী কারণে যেন ওরা একদিন আমাদের বাসা থেকে চলে গেল। সেই থেকে ওদের কথা মনে পড়লেই আমাদের মন খারাপ হয়ে যায়।

 ষষ্ঠ শ্রেণি, রংপুর জিলা স্কুল, রংপুর