Thank you for trying Sticky AMP!!

ঈদকেন্দ্রিক খেলাধুলা

ঈদকে কেন্দ্র করে কিছু খেলাধুলা অনুষ্ঠিত হয়ে আসছে আবহমানকাল ধরে। সেসব খেলা দেখতে আমাদের সঙ্গেই থাকুন!

রশি টানাটানি খেলা

রশি টানাটানি খেলা
খেলতে যা যা লাগবে: রশিতে বাঁধা একটি দশাসই গরু
গত বার গরুর সাথে রশি টানাটানি খেলা খেলতে গিয়া তোর হাতে কিন্তু ফোসকা পইড়া গেছিল!
এইবার আর ফোসকা পড়তে দিমু না। সিদ্ধান্ত নিছি মুশফিকের কাছ থেকে হাতের গ্লাভস ধার নেব।

দৌড় প্রতিযোগিতা

দৌড় প্রতিযোগিতা
খেলতে যা যা লাগবে: একটি দৌড়বিদ তাগড়া ষাঁড়
ষাঁড়ের সাথে দৌড়াদৌড়ি করতে আপনার এত আপত্তি কেন?
কারণ ষাঁড়েরা খেলার নির্দিষ্ট বিধিবিধান মানতে চায় না। খেলার পরে শিংয়ের আগায় তুলতে চায়। এইটা কিছু হইল!

শক্তি পরীক্ষার খেলা

শক্তি পরীক্ষার খেলা
খেলতে যা যা লাগবে: একটি রিমোট ও পরিবারের সদস্যরা
আমার ফ্যামিলিতে রিমোট নিয়া কাড়াকাড়ি হয় না।
বুঝছি, আপনের বাসার টিভিটা পুরানা আমলের। তাই রিমোট সিস্টাম নাই।

দীর্ঘ লম্ফ প্রতিযোগিতা

দীর্ঘ লম্ফ প্রতিযোগিতা
খেলতে যা যা লাগবে: একটি রিমোট ও একটি টিভি
কী সাংঘাতিক! রিেমাট চাপলেই আমরা এক লাফে ইন্ডিয়া চইলা যাই।
সাংঘাতিক ব্যাপার ক্যান! এইটা তো খুশির ব্যাপার। এইভাবে লাফায় গেলে তো ইন্ডিয়ার ভিসা লাগতেছে না।

লুকোচুরি খেলা

লুকোচুরি খেলা
খেলতে যা যা লাগবে: বাড়ির মালিক ও দল বেঁধে আসা মেহমান
বউ, আমার কয়েকজন বন্ধু বেড়াইতে আসতেছে। আমি ফ্রিজের ভিতরে লুকাই।
জি না, ফ্রিজের ভিতরে ঢুকে তুমি বইসা বইসা মাংসগুলা সাবাড় করবা। তুমি ওই ওয়াশিং মেশিনে লুকাও।

কাবাডি

কাবাডি
খেলতে যা যা লাগবে: বাড়ির মালিক ও নিকট আত্মীয়
না বেয়াই সাহেব, আপনাকে আজ যেতে দিচ্ছি না।
বাসায় সরিষার তেল আছে না? ওইটা দেন। গায়ে মেখে আপনার হাত থেকে ছুটে পালাব! বাসায় অনেক মেহমান বসে আছে!