Thank you for trying Sticky AMP!!

কলম্বোর ফ্যাশন উইকে মাহিন খান

ডিজাইনার মাহিন খানের নকশা করা এসব পোশাকে ছিল নতুনত্ব।

বিশ্বের নানা প্রান্তের ফ্যাশনের চলতি ধারার এক ঝলক দেখা গেল কলম্বোতে (শ্রীলঙ্কা)। ছিল বাংলাদেশও। এ দেশের জনপ্রিয় রাজশাহী সিল্কের নানা রকম পোশাক দেখা যায় সেখানে। ডিজাইনার মাহিন খানের নকশা করা এসব পোশাকে ছিল নতুনত্ব।

২৫ থেকে ২৮ অক্টোবর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয় মার্সিডিজ বেঞ্জ ফ্যাশন উইক। সেখানে বেশ কয়েকটি দেশের কয়েকজন ডিজাইনারকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ থেকে সেখানে গিয়েছিলেন মাহিন খান। ফিরে এসে ডিজাইনার মাহিন খান বললেন, ‘খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। পুরো আয়োজন তিনটি ভাগে অনুষ্ঠিত হয়। দুটি ভাগে উপস্থাপনা ও সেমিনারের মাধ্যমে ডিজাইন স্কুলের শিক্ষক ও ফ্যাশনবোদ্ধারা ফ্যাশনের বর্তমান ধারা তুলে ধরেন।’

প্রথম দিনের ফ্যাশন শোতে দেখানো হয় মাহিন খানের নকশা করা পোশাক।

মাহিন খান সম্প্রতি একটি ডিজাইনার স্টুডিও চালু করেছেন। নাম—‘মাহিন খান ডিজাইন স্টুডিও’। তিনি বললেন, ‘এই ফ্যাশন শোতে প্রদর্শিত পোশাক, গয়না ও অন্যান্য অনুষঙ্গ তৈরি হয়েছে এই স্টুডিও থেকেই।্’

ঠিকানা: মাহিন খান ডিজাইন স্টুডিও, বাড়ি: ১৫/ই, সড়ক: ৯৩, গুলশান ২, ঢাকা।