Thank you for trying Sticky AMP!!

কল্পনার রাজ্যে

বারান্দা থেকে উঁকিঝুঁকি দিয়ে আকাশের তারা দেখার চেষ্টা করছিলাম। কিন্তু বারান্দা থেকে কি ভালো করে আকাশ দেখা যায়? তাই আমি মাকে বললাম, ‘মা, আমি একটু ছাদে যাই? এভাবে আর কত দিন বাসায় বসে থাকব? আর ভালো লাগে না।’

মা বলল, ‘খবরদার, এত রাতে একা একা কোত্থাও যাবে না।’

আমি একটু কাঁদো কাঁদো স্বরে বললাম, ‘প্লিজ মা, এভাবে আর ভালো লাগে না!’

মা বলল, ‘আচ্ছা, ঠিক আছে। নিতুকে বলো, ও নিয়ে গেলে যেতে পারো।’ নিতু আপু আমার খালাতো বোন। মায়ের অনুমতি পেয়েই আমি দৌড়ে ছুটে গেলাম আপুর কাছে। আপু তখন বই পড়ছিল। আমি বললাম, ‘চলো, ছাদে গিয়ে তারা দেখে আসি।’

আপু বই থেকে মুখ না তুলে বলল, ‘এখন না, পরে।’ আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বারান্দায় বসে বসে ভাবতে লাগলাম, আমি পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে সমুদ্রের ওপারে চলে যাব। সেখানে গিয়ে অনেক মজা করব। পাখিদের মতো আকাশে ভেসে বেড়াব। মেঘের আইসক্রিম খাব। তারপর রংধনুর প্রাসাদে ঘুমিয়ে পড়ব। ইশ্, ভাবনাগুলো যদি সত্যি হতো!

লেখা ও আঁকা: আফিয়া ইবনাত
চতুর্থ শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয়, ঢাকা