Thank you for trying Sticky AMP!!

কাগজের মুদ্রা

চীনের প্রাচীন কাগজের মুদ্রা

পৃথিবীতে কাগজে ছাপানো মুদ্রাব্যবস্থা প্রথম চালু হয় চীনে। সুং সাম্রাজ্যের সম্রাট চেং দুর শাসনামলে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে কাগজের মুদ্রা ছাপানো ও বিনিময় শুরু হয়। সময়টা আনুমানিক ১০২৩ খ্রিষ্টাব্দ। প্রাথমিকভাবে চীনের সিচুয়ান প্রদেশেই কেবল এই কাগজের মুদ্রার প্রচলণ ঘটে।
কেমন কাগজে প্রাথমিক যুগের মুদ্রা ছাপানো হতো? ইতিহাসবিদদের মতে, সে সময় সুং সম্রাটের পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট মানের কাগজেই ছাপানো হতো পৃথিবীর প্রাচীনতম কাগজের মুদ্রা। সাধারণত, অর্থ বিনিময়ে প্রতারণার ব্যাপারটি এড়িয়ে চলতেই এই মুদ্রার প্রচলণ ঘটেছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, প্রাচীন সেই কাগজের নোটেও ধারাবাহিকতার নম্বর দেওয়া থাকত। ১১০৭ খ্রিষ্টাব্দে রঙিন কাগজের মুদ্রারও প্রচলন ঘটে ওই চীনে।
নাইর ইকবাল
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে