Thank you for trying Sticky AMP!!

কাগজের শিয়াল

এক পিঠে হলুদ আর আরেক পিঠে সাদা, এমন একটি বর্গাকার কাগজ নাও।

ঠিক কোনাকুনি একটা ভাঁজ দাও। ভাঁজ দিলে যেন ত্রিভূজাকার হয়।

ত্রিভুজটির ঠিক মাঝ বরাবর ধরে ওপরের অংশ ভাঁজ করে নিচে নামাও।

ওপরের অংশের লাইন ধরে নিচের অংশ দুটি ভাঁজ করে ওপরে তুলে দাও।

নিচের দুটি অংশ ভাঁজ করলে দেখতে হবে ঠিক এ রকম।

ভাঁজ শেষে উল্টো পিঠে ছবির মতো করে চোখ ও নাক আঁকলেই হয়ে যাবে শিয়াল।