Thank you for trying Sticky AMP!!

জুতা আবিষ্কার

পায়ের নিরাপত্তা ও আরামের জন্যই পাদুকার প্রচলন করেছিলেন ৪০ হাজার বছর আগের মানুষেরা। সে জুতাই মানুষের হাতে যুগে যুগে পেয়েছে নতুন রূপ, নতুন আকৃতি। জুতার বিবর্তনের কথাই থাকছে সময়রেখায়।
খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী এরিক ট্রিঙ্কাউস ২০০৫ সালে তুষারযুগের মানুষদের দৈহিক গড়ন ও সে যুগের নিদর্শনের ওপর গবেষণা করে প্রমাণ হাজির করে বলেছেন, মানুষ জুতা পরতে শুরু করেছিল প্রায় ৪০ হাজার বছর আগে।

খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ফোর্ট রক গুহায় পাওয়া সেইজব্রাশ গাছের বাকলের তৈরি জুতা থেকে ধারণা করা যায়, খ্রিষ্টপূর্ব প্রায় ৭ হাজার বছর আগেই যুক্তরাষ্ট্রের গুহাবাসীরা জুতা পরত।

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ

স্পেন থেকে পাওয়া নব প্রস্তরযুগের পাদুকা জোড়া এ সময়ে জুতা ব্যবহারের প্রমাণ দিয়ে থাকে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিজৌরি অঞ্চলের একটি প্রাচীন গুহায় হদিস মেলে চামড়ার তৈরি জুতার, যা এ সময়ের।

খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ

ইউরোপ-এশিয়ার সীমান্তে অবস্থিত আর্মেনিয়ার অ্যারেনি-১ গুহায় পাওয়া গেছে (৫৫০০ বছরের পুরোনো) এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো প্রায় অক্ষত চামড়ার জুতাটি।

খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ

অস্ট্রীয় আল্পস পর্বতমালা থেকে ১৯৯১ সালে ওৎজি দ্য আইসম্যানের ৫৩০০ বছরের পুরোনো যে মমি উদ্ধার করা হয়েছিল, তাঁর পায়ে পাওয়া গিয়েছিল একটি ফিতা দিয়ে বাঁধা জুতা। এ থেকে ধারণা করা যায় যে খ্রিষ্টের জন্মের ৩৩০০ বছর আগেই আল্পস পর্বতমালার আশপাশের অধিবাসীরা জুতা ব্যবহার করতেন।

খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ অব্দ

এ সময়কালের মধ্যে ইরানের সীমান্তবর্তী মেসোপটেমিয়া অঞ্চলের বাসিন্দারা পর্বতে চড়ার সময় একধরনের আরামদায়ক জুতা ব্যবহার করতেন বলে জানা গেছে গবেষণায়।

খ্রিষ্টপূর্ব ৫৬ অব্দ

খ্রিষ্টপূর্ব ৫৬ অব্দ

বর্তমান যুক্তরাজ্যের ডারলিংটনে একটি পুরোনো রোমান দুর্গের পাশে থেকে পাওয়া রোমান রাজনীতিবিদ ট্যাসিটাসের (৫৬ খ্রিষ্টপূর্ব থেকে ১২০ খ্রিষ্টাব্দ) একটি লেখায় জানা যায়, রোমানরা সেই যুগে একধরনের শক্ত পাদুকা ব্যবহার করত।

১৭৯০ খ্রিষ্টাব্দ

১৭৯০ খ্রিষ্টাব্দ

রেনেসাঁর পূর্বে ইউরোপের অভিজাত ব্যক্তিরা বিভিন্ন নকশার জুতা পরতেন বলে জানা যায়। তবে এখন যে ধরনের ফিতাযুক্ত জুতা দেখা যায় তা আবিষ্কৃত হয় ১৭৯০ সালে, ইংল্যান্ডে।

১৮৫৮ খ্রিষ্টাব্দ

১৮৫৮ খ্রিষ্টাব্দ

মার্কিন উদ্ভাবক লিম্যান রিড ব্লেক ১৮৫৮ সালে জুতা সেলাই করার জন্য একটি বিশেষায়িত মেশিন পেটেন্ট করান।

১৮৯৯ খ্রিষ্টাব্দ

১৮৯৯ খ্রিষ্টাব্দ

আইরিশ-আমেরিকান উদ্ভাবক হামফ্রে ও’সুলিভান রাবার হিলের পেটেন্ট পান।

১৯১৭ খ্রিষ্টাব্দ

১৯১৭ খ্রিষ্টাব্দ

যুক্তরাষ্ট্রে প্রথম সফলভাবে তৈরি স্নিকার উৎপাদন ও বিক্রয় শুরু হয়। প্রথম দিকে এই স্নিকার শিশু ও টেনিস খেলোয়াড়েরা ব্যবহার করত।

১৯৫০ খ্রিষ্টাব্দের পর

১৯৫০ খ্রিষ্টাব্দের পর

রাবার, প্লাস্টিক, সিনথেটিক কাপড় এবং আরও বিভিন্ন উপকরণ ব্যবহার করে জুতার নতুন নতুন নকশা শুরু হলো।

১৯৫৫ খ্রিষ্টাব্দ

১৯৫৫ খ্রিষ্টাব্দ

ফরাসি ফ্যাশন ডিজাইনার এই সময় স্টিলেটো হিল নামে লম্বা, চিকন হিলের জুতা বাজারে আনেন। সারা বিশ্বে নারীদের কাছে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।

১৯৮০ খ্রিষ্টাব্দ

১৯৮০ খ্রিষ্টাব্দ

বিশ শতকের শুরুতে যে অ্যাথলেট জুতা পরিচিতি পেয়েছিল এই সময়টাতে বিশ্বব্যাপী তা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

গ্রন্থনা: আকিব মো. সাতিল

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য নিউইয়র্ক টাইমস, ইনডিপেনডেন্ট, লাইভ সায়েন্স, থটকো ডটকম