Thank you for trying Sticky AMP!!

ট্যাক্সি চড়িয়েই আয় ৬ বিলিয়ন ডলার

ট্রেভিস কালানিখ

মানুষকে ট্যাক্সিতে চড়িয়েই কি ধনী হওয়া যায়? এই প্রশ্নের উত্তর তো একটি নামেই দেওয়া যায়, ট্রেভিস কালানিখ। যোগাযোগব্যবস্থাকেন্দ্রিক কোম্পানি উবারের সহ-প্রতিষ্ঠাতা তিনি। ছয় বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আমেরিকার ২৯০তম ধনাঢ্য ব্যক্তি ট্রেভিস কালানিখ। স্কুল-কলেজের গণ্ডি ঠিকমতো পেরোলেও বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ই ড্রপ-আউটের তালিকায় নাম লেখান ট্রেভিস। ক্যালিফোর্নিয়াতে শৈশব কাটানো ট্রেভিস স্কুলের পড়াশোনা শেষ করেন গ্রানাডা হিলস হাইস্কুল থেকে। এরপরে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ভর্তি হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্কাউর নামে সার্চ ইঞ্জিন তৈরি শুরু করেন ট্রেভিস। সেই সার্চ ইঞ্জিন তৈরির নেশায় মাত্র ২২ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে বিদায় জানান। বিশ্ববিদ্যালয় ছাড়ার এক দশক পর ২০০৯ সালে ট্রেভিস কালানিখ ও গ্যারেট ক্যাম্প উবার প্রতিষ্ঠা করেন, যার সেবা বর্তমানে বিশ্বের ৩০০ শহরে চালু আছে। নিজে কোনো ট্যাক্সির মালিক না হয়েও পৃথিবীর সবচেয়ে বেশি ট্যাক্সি চলে তাঁর প্রতিষ্ঠান উবারের অধীনে।
গ্রন্থনা: জাহিদহোসাইনখান
ফোর্বস অবলম্বনে