Thank you for trying Sticky AMP!!

তত্ত্বে নতুনত্ব

বিয়ের অন্যতম একটি রীতি ও অংশ হলো গায়েহলুদের তত্ত্ব। গায়েহলুদে বর–কনের বাড়িতে তত্ত্ব পাঠানোর রীতি কিন্তু অনেকটাই প্রাচীন। বিয়েতে হলুদ দেওয়ার একটি অন্যতম কারণ ছিল বর–কনের সৌন্দর্য বৃদ্ধি। এমনকি পুরোনো দিনে বিয়ের আগে হলুদ দেওয়া ও তত্ত্ব পাঠানোকে শুভ ও মঙ্গল বলেও মনে করতেন অনেকে।

বহু আগে বর-কনের বাড়িতে তত্ত্ব যেত বাঁশ ও ঝুড়ির ডালায়। আর তত্ত্ব হিসেবে যেত বরের পোশাক, হলুদ, মেহেদি, রাখি, মিষ্টি ও পান-সুপারি। এ ছাড়া কনের জন্য আলতা, চুড়ি, ফিতা ও টিপ পাঠানোরও প্রচলন ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তত্ত্ব দেওয়ার ধরনেও এসেছে অনেক পরিবর্তন। বিয়ে উপলক্ষে বর–কনের বাড়িতে যে উপহার পাঠানো হয়, তাকেই মূলত তত্ত্ব বলা যায়।

হলুদে এখন ১০ বা ১২ ধরনের ডালা বা অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশিও দেওয়া হয়ে থাকে। এ ছাড়া এখন হলুদের তত্ত্বে হলুদ, মেহেদি, পোশাক, মিষ্টি, পিঠা,পান-সুপারি ছাড়াও বিভিন্ন ফলের ঝুড়িও দেওয়া হয়। কার্ভিং করা এই ফলের ডালা এখন হলুদের তত্ত্বের অন্যতম অংশ বলে জানালেন ব্রাইডাল ক্রিয়েশনের পরিচালক আবিদা সুলতানা। এ ছাড়া কোন তত্ত্বের ডালা কেমন হবে ও তত্ত্ব পাঠানোর আগে কী প্রস্তুতি নেওয়া উচিত, তা নিয়েও বিভিন্ন পরামর্শ দেন তিনি।

● তত্ত্ব কেনার আগে অবশ্যই তালিকা করে নেওয়া উচিত।

● কনের শাড়ির ডালা অন্য ডালার থেকে কিছুটা ভারী হয়ে থাকে। তাই বাঁশ, বেত বা কেরোসিন কাঠের ডালা ব্যবহার করা উচিত।

● পিঠা-মিষ্টির ডালা অবশ্যই শক্ত রঙিন কোনো কাগজ বা ককশিটের হওয়া উচিৎ।

● কয়েক স্তরের ডালাও বেশ পছন্দ করেন অনেকে। এ ধরনের ডালা বেশ নতুনত্ব এনে দেবে। 

● বর–কনের সাজের সামগ্রী ঝুড়িতে দেওয়াই ভালো, যেন সহজে বহন করা যায়। 

● কনের ডালার রঙে এখন লাল, মেরুন, গোলাপি, সোনালির প্রাধান্য বেশি। অন্যদিকে বরের ডালার নীল রঙের ব্যবহার কমে আকাশি, ফিরোজা ও একটু হালকা রঙের ব্যবহার চলছে। 

বিয়েবাড়ির অন্যতম আকর্ষণ হলুদের ডালা। কৃতজ্ঞতা: ব্রাইডাল ক্রিয়েশন, ছবি: খালেদ সরকার

● কনের ডালা সাজাতে পাথর এবং বরের ডালা সাজাতে মুক্তা ও ফিতার ব্যবহার বেশ জনপ্রিয় এখন।

● এ ছাড়া একটু অভিজাত ডালা যাঁদের পছন্দ, তাঁরা জামদানি, কাতান ও ভেলভেট কাপড়ে নকশা করা ডালা ব্যবহার করতে পারেন।

● কনের ডালা গোল হওয়াই ভালো আর বরের জন্য চারকোনা ডালা বেছে নিন। 

● চকমকে ডালা পছন্দ না করলে পাট বা শীতল পাটির ডালা একটু সাজিয়ে নেওয়া যায়। পাটের ব্যবহার ছোট ডালার জন্যই বেশি প্রযোজ্য।

● ফলের ডালায় কার্ভিং করে মৌসুমি ফল দিতে পারেন। আর নকশায় পাখি, ময়ূর ও ফল দিয়ে ঝুড়ি বেশ মানানসই।

● ছোটদের জন্য ডালাতে পোশাকের পাশাপাশি চকলেট, ছোট পুতুল দেওয়া যেতে পারে। 

● বাড়ির বড়দের পোশাকের ডালা হওয়া উচিত বিশেষ ধরনের। হালকা রঙের ডালায় পোশাকের সঙ্গে শুকনো কিছু ফল দেওয়া যেতেই পারে।