Thank you for trying Sticky AMP!!

নতুন আইন করতে লড়েছেন শেরি

শেরি জনসন

যে বয়সে মেয়েরা স্কুলে যায়, দুষ্টুমি করে আর মায়ের বকা খেয়ে গাল ফুলিয়ে রাখে, সেই বয়সেই শেরি জনসনকে ধর্ষণ করা হয়েছিল। আর মাত্র ১১ বছর বয়সেই শেরি ধর্ষণকারীকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। ২০১৩ থেকে ২০১৮- এই ৬ বছর ধরে এই শেরি লড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিবাহ আইন পরিবর্তনের জন্য। লড়াইটা ছিল, যাতে কোনো শিশুকে আর বিয়ে দেওয়া সম্ভব না হয়। অবশেষে গত বছরের মার্চে রায়ে জয়ী হয়েছেন তিনি। আইন করা হয়েছে, ১৭ বছরের কম বয়সী কোনো মেয়ে বা ছেলের বিয়ে দণ্ডনীয় অপরাধ। রাষ্ট্রীয় আইনপ্রণেতাদের কাছে তাই শেরি একটা অনুপ্রেরণার নাম। 

‘আমার হৃদয় আজ সুখী। আমি আমাদের শিশুসন্তানদের রক্ষা করতে চেয়েছিলাম। সেই যাত্রা আজ সম্পূর্ণ হলো।’ নতুন আইন প্রণীত হওয়ার পর অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) শেরি শুধু এটুকুই বলেছিলেন। 

 হাউস এবং সিনেটের মধ্যে বয়স নিয়ে মতবিভেদ ছিল। সিনেট চেয়েছিল ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে দণ্ডনীয় অপরাধ। কিন্তু হাউস চেয়েছিল বয়সের সংখ্যাটা ১৬ বা ১৭ করতে। পরবর্তী সময় ফ্লোরিডার গভর্নর রিক স্কট ১৭ বছর বয়সকেই চূড়ান্ত ধার্য করে স্বাক্ষর করেন। 

সূত্র: ইউএসএ টুডে