Thank you for trying Sticky AMP!!

নিজ হাতের গয়না

শারদীয় দুর্গাপূজার কেনাকাটা শুরু হয়েই গেছে। সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ গয়না। অনেক ঘুরেও মনমতো গয়না পাওয়া না গেলে নিজ হাতেই বানিয়ে নিতে পারেন। দেখতেও ভিন্ন হবে। নকশার পাঠকদের জন্য গয়না তৈরি করে দেখিয়েছেন অনলাইন দোকান পেন্ডুলামের স্বত্বাধিকারী বুশরা বিনতে আলম।

প্রথম গয়না

উপকরণ: লাল গুটি সুতা, কাঠি, মোটা সাদা উল সুতা, ঘণ্টা, আঠা, কাঁচি, কাঠের ওপর রং করা দুর্গার বেজ, টারসেল।

১ম ধাপ
একটি আধা ইঞ্চি মোটা কাঠি নিন। কাঠির ওপরে সুতা পেঁচিয়ে আঠা বা গাম লাগান। আবার সুতা পেঁচিয়ে নিন। একবার ডান দিকে ১৫ বার ও একবার বাঁ দিকে ১৫ বার করে সুতা প্যাঁচাতে হবে। গাম ব্যবহার করে এভাবে ৩–৪ বার প্যাঁচানোর পর ছোট সুতার বল বানাতে হবে। আঠা শুকালে কাঠিটি সাবধানে ভেতর থেকে বের করে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে সুতার বল। 

২য় ধাপ
সাদা উলের লম্বা সুতা নিন। ২-৩টি করে লাল বল সাদা সুতার ভেতরে ঢুকিয়ে নিতে হবে। এরপর ঘণ্টা দিন।

৩য় ধাপ
সুতার বলগুলোর ঠিক মাঝে দুর্গার কাঠের বেজ দিতে হবে। 

৪র্থ ধাপ
পুরো মালা তৈরি হয়ে গেলে সুতার নিচে টারসেল ব্যবহার করতে পারেন। শুধু সুতা পেঁচিয়ে ব্যবহার করতে পারেন এই মালা।

দ্বিতীয় গয়না

উপকরণ: লাল গুটি সুতা, কাঠি, মোটা সাদা উল সুতা, আঠা, কাঁচি, মেটাল দুর্গামূর্তি, মেটাল ত্রিশূল বেজ, টারসেল।

১ম ধাপ
প্রথম গয়নায় উল্লেখ করা ১ম ধাপের মতোই গুটি সুতার লাল বল তৈরি করে নিন।

২য় ধাপ
একটি উলের সাদা সুতায় দুর্গার মূর্তিটি ঢুকিয়ে নিন ও মাঝবরাবর রাখুন। 

৪র্থ ধাপ
এরপর কয়েকটি গুটি সুতার লাল বলগুলো ঢোকান। পরে ত্রিশূল বেজ লাগিয়ে দিন। এরপর আবার সুতির বল দিন। এভাবে দুই পাশেই উপকরণ দিয়ে পুরো মালা তৈরি করতে হবে। শেষে আপনি চাইলে টারসেল দিতে পারেন বা না–ও দিতে পারেন।

লক্ষ করুন: গুটি সুতার রং আপনার পছন্দমতো বেছে নিতে পারেন। বলগুলো বড় করে বানাতে চাইলে মোটা কাঠি বেছে নিন।