Thank you for trying Sticky AMP!!

পিঁপড়ার না দেখা ভুবন

>

চিনির বয়ামে চিনি ছাড়া মাঝেমধ্যে আরেকটা যে জিনিস পাওয়া যায়, তা হলো পিঁপড়া। পিঁপড়াদের রয়েছে বৈচিত্র্যময় জীবনব্যবস্থা। পরিবেশের উপকারী বন্ধু এই পিঁপড়াদের না দেখা ভুবনের কিছু ছবি রইল আপনাদের জন্য।

পিঁপড়া সমাজবদ্ধভাবে বসবাস করে। এদের রয়েছে সামাজিক জীবন। পিঁপড়ারা সংঘবদ্ধভাবে কলোনি করে বসবাস করে।
যোগাযোগ। যখন দুটি পিঁপড়ার দেখা হয় তখন তারা একে অন্যের ঘ্রাণ নেয় অথবা ফেরোমোন (pheromone) নামে এক ধরনের রাসায়নিক সংকেত ব্যবহার করে।
পৃথিবীতে টিকে আছে প্রায় ১০০ মিলিয়ন বছরেরও আগে থেকে। প্রায় ২২ হাজার প্রজাতির পিঁপড়া এখন পর্যন্ত শনাক্ত করা গেছে। বাংলাদেশে মাত্র ২৫০ প্রজাতির পিঁপড়ার কথা জানা যায়।
কর্মী পিঁপড়া খাবার খুঁজে তা বহন করে নিজ ডেরায় নিয়ে আসা এবং শত্রুর আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর কাজ করে।
পিঁপড়াদের উপনিবেশকে কখনো কখনো সুপার অর্গানিজম বা দলগতসত্তাও বলা হয়। কারণ, এরা সবাই মিলে একটি প্রাণীর মতো আচরণ করে এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে।
অ্যান্টার্কটিকার মতো শীতল জায়গা ছাড়া পৃথিবীর প্রায় সবখানে পিঁপড়ার দেখা পাওয়া যায়।
নিজেরা ওজনে হালকা হলেও প্রয়োজনে তারা নিজের ওজনের চেয়ে ২০ গুণ বেশি পর্যন্ত ওজন বহন করতে পারে।
বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা কমিয়ে পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।