Thank you for trying Sticky AMP!!

প্রত্যেকেরই আছে নিজস্ব রাশিয়া

প্রত্যেকেরই আছে নিজস্ব রাশিয়া।

একজনের কাছে রাশিয়া মানে অবারিত মাঠ।

দ্বিতীয়জনের কাছে তা ধোঁয়া-ওগরানো কলকারখানা।

তৃতীয়জনের কাছে রাশিয়া অর্থ দুর্গম তাইগায় তেলক্ষেত্র।

চতুর্থজনের কাছে তা সুদর্শন, বিলাসবহুল বাড়ি।

তবে ওপরের সব কটি খণ্ডচিত্র একত্র করে রাশিয়ার সম্পূর্ণ চিত্র তৈরি করতে পারে কেবল সংসদ সদস্যরাই। তাদের আছে নিজস্ব তেলক্ষেত্র, কলকারখানা, অবারিত মাঠ, শহরকেন্দ্রে বাড়ি...