Thank you for trying Sticky AMP!!

প্রশ্ন-উত্তর

প্রশ্ন: কানের ময়লা কীভাবে পরিষ্কার করা উচিত?

উত্তর: নিজে পরিষ্কার করতে গেলে জমে থাকা খোলের বেশির ভাগই ভেতরে চলে যায়।  কানে খোল আটকে গেলে কানে ব্যথা হয়, কম শোনা যায়। পরিষ্কার করা সম্ভব না হলে খোল গলানোর ওষুধ রয়েছে। তাতেও কাজ না হলে কিংবা অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান করে কান পরিষ্কার করে দিতে হয়। যাঁদের কানে খোল হওয়ার প্রবণতা রয়েছে তাঁরা নিয়মিত কানে চার-পাঁচ ফোঁটা করে অলিভ অয়েল দিতে পারেন। l
ডা. ওয়াসিফ হোসেন শাহ্,     
রাজশাহী মেডিকেল কলেজ