Thank you for trying Sticky AMP!!

প্রশ্ন ফাঁসের ভবিষ্যৎ ফাঁস

প্রশ্ন ফাঁসে অভ্যস্ত হয়ে গেছি আমরা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ কী আমাদের? সেটাই ফাঁস করার চেষ্টা করেছেন রাফি আদনান

প্রশ্ন কঠিন হইছে, পরীক্ষা ভালো হয় নাই।

ভালো হবে ক্যামনে? সারা দিন বই-খাতা আর কোচিং নিয়ে পড়ে থাকলে পরীক্ষা ভালো হবে? পাশের বাসার গাল্টুকে দেখ, লক্ষ্মী ছেলের মতো পরীক্ষার আগের দিন প্রশ্ন পেয়ে গেছে।

টক শোতে কী কী প্রশ্ন করা হবে?

এটা লাইভ টক শো, দর্শক প্রশ্ন করবেন, আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন।

স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত আমারে আগের দিন প্রশ্ন দিয়া দিত, আর আপনেরা দিবেন না? করলাম না এই টক শো।

ভাই, এক সেট পাঠ্য প্রশ্ন দিয়া দেন সলভসহ।

নাম-ঠিকানা লেইখা যান, পরীক্ষার আগের রাইতে আইসা নিয়া যাইয়েন।

noname

রিনার মতো খ্যাত মেয়ে আমাদের ফ্রেন্ড হতেই পারে না।

চিন্তা কর, দোস্ত! একটা মেয়ে এখনো বই পড়ে এক্সাম দেয়! এই লজ্জা কোথায় রাখি!

স্যার ৩ নম্বর প্রশ্নটা বইয়ের বাইরের প্রশ্ন। এটার উত্তর ক্যামনে দিমু?

বাসায় ঠিকমতো না পড়লে এমনই মনে হবে। এই প্রশ্ন বইয়ের ভেতরেই আছে।

স্যার, বছরের প্রথমে যে বইগুলো পাই, ওগুলো তো পড়া হয় না, এই প্রশ্নটা গতকাল রাতে পাওয়া প্রশ্নে ছিল না। কী করুম, স্যার?

আর বলবেন না ভাবি, ছেলেটা হয়েছে একদম ওর বাবার মতো। প্রশ্ন ছাড়া পড়বেই না! যত যা-ই বোঝাই, প্রশ্ন পাওয়ার পর এক রাতেই সব মুখস্থ করে ফেলতে পারে। ব্রেন অনেক শার্প।

আমার মেয়েরও একই অবস্থা। একদম খুঁতখুঁতে স্বভাবের হইছে। অনেকগুলা প্রশ্ন পেয়ে তারপর রিসার্চ করে শিওর হয় কোন প্রশ্নটা আসবে।