Thank you for trying Sticky AMP!!

প্রেমে ওজন কমে

.

প্রেমে পড়লে মানসিক পরিবর্তনের পাশাপাশি শরীরেরও বিভিন্ন ইতিবাচক বদল ঘটে। অক্সিটোসিন নামের জৈব রাসায়নিক পদার্থটি ‘লাভ হরমোন’ নামেও পরিচিত। প্রেমে পড়লে মানুষের শরীরে এই হরমোনের উপস্থিতি বেড়ে যায়। এটি মানবদেহে বিপাকীয় বা বিভিন্ন সজীব উপাদানের রাসায়নিক পরিবর্তন ঘটায়। তাই পুরুষের স্থূলতা দূর করতে প্রেম সহায়ক—এ কথা মোটেও ফেলনা নয়। বাস্ল সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, অক্সিটোসিনের প্রভাবে ক্যালরি গ্রহণের পরিমাণ কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা বাড়ে। আইএএনএস।