Thank you for trying Sticky AMP!!

পড়াশোনা ছেড়ে অস্কার মঞ্চে

জিমি কিমেল

পরপর দুবছর উপস্থাপক হিসেবে অস্কারের মঞ্চ মাতিয়েছেন জিমি কিমেল। চলচ্চিত্রের তারকা তিনি নন, উপস্থাপনাই তাঁকে তারকা করেছে। ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানের কান্ডারি হিসেবে দারুণ জনপ্রিয় তিনি।

নিউইয়র্কের ব্রুকলিনে জন্মেছিলেন। বাবা ছিলেন সাধারণ চাকরিজীবী আর মা গৃহিণী। লাস ভেগাসের ক্লার্ক হাইস্কুল থেকে পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন জিমি। প্রথমে ইউনিভার্সিটি অব নেভাডায় এক বছর পড়ালেখা করে ভর্তি হন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে। পড়াশোনার চেয়ে অভিনয় আর কমেডিই বেশি টানত বলে ক্লাসে উপস্থিতি থাকতেন কম। হাইস্কুলে পড়ার সময় থেকে তিনি রেডিওতে কাজ করা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে যখন পা দিয়েছেন, তত দিনে অ্যারিজোনা, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন জায়গার রেডিওতে কাজ করা হয়ে গেছে। এরই মধ্যে সুযোগ আসে, এবার টেলিভিশনে কাজ করার পালা। কমেডি চরিত্রে অভিনয় আর উপস্থাপনা দিয়ে দ্রুতই গণমাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করে নেন জিমি কিমেল। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে না পারলেও ২০১৩ সালে ইউনিভার্সিটি অব নেভাদা তাঁকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে।

পিপল অবলম্বনে