Thank you for trying Sticky AMP!!

আমের সময় আম না খেয়ে থাকতে পারি না : ভাবনা

অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনার কাছে আম কেবল একটা ফল নয়, আমের সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ। আম ছাড়া ভাবনার চলেই না। প্রিয় ফলগুলোর তালিকায় আম সবার ওপরে। আম নিয়ে ভাবনার মজার স্মৃতির কথা জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি খুব ছোট্টবেলা থেকেই আমের পাগল। আমার আম্মু আমাকে ফিডারে করে আমের জুস খাওয়াত।’

আশনা হাবিব ভাবনা

ভাবনাদের বাসায় সারা বছর চলে আম। কাঁচা আম কেটে বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেন। আর সারা বছর আম দিয়ে টক ডাল খান। তা ছাড়া, আমের আচার, আমসত্ত্ব তো আছেই। ভাবনার সঙ্গে যখন কথা বলছি, তখনো তাঁর মা চালুনে করে আমের ক্বাথ আলাদা করছেন, আমসত্ত্ব বানাবেন বলে। মায়ের হাতের আমসত্ত্ব খুবই পছন্দ এই অভিনেত্রীর।

ভাবনা

নায়িকাদের খাওয়াদাওয়ায় অনেক কিছু মেনে চলতে হয়। ভাবনাও সারা দিনে ভাত খান এক কাপ। কিন্তু আমের মৌসুমে দুই ঘণ্টা জিম করে চারটা আম খেয়ে ফেলছেন। এই মধুর সংকট থেকে কিছুতেই বের হতে পারছেন না তিনি। বলেন, ‘সারা দিন ডায়েট করি। কঠিন ডায়েট। আর রাতে চারটা আম খেয়ে ফেলি। কী লাভ হলো! আমের সময় আম না খেয়ে থাকতে পারি না। সারা বছর কেন আম পাওয়া যায় না, এই নিয়ে আমার ব্যক্তিগত দুঃখ আছে। আমি বছরের ৩৬৫ দিনই আম খেতে চাই।’

ছাদে ড্রামে বা বড় টবে জনপ্রিয়তা পাচ্ছে আমগাছ

ভাবনাদের ছাদে একটি আমগাছ আছে। গাছটিতে এবারই প্রথম আম ধরল। সেই আম নাকি খেতে খুবই সুস্বাদু। ভাবনা বলেন, ‘মা গাছের আম খাওয়ার জন্য সাধছিল। ১৫-১৬টি আম ধরেছে। আমি ভেবেছি ছাদের গাছের আম, টক হবে। খাওয়ার আগ্রহ পাচ্ছিলাম না। মা চ্যালেঞ্জ করল। সেই আম খেয়ে আমার মনে হলো, এটাই এ বছর আমার খাওয়া সেরা আম। খুব মিষ্টি আর সুস্বাদু।’

ভাবনা

চলছে আমের মৌসুম। এ সময় ব্যায়াম আর খাওয়াদাওয়ার কঠোর নিয়মের ফাঁকে আম খেতে ভুল হচ্ছে না ভাবনার। এটা তাঁর সবচেয়ে প্রিয় ফল।

পাকা আম ভাবনার খুবই প্রিয়