Thank you for trying Sticky AMP!!

ফেসবুক কর্নার

আঁকা:অনিক পাল

পেশাজীবীদের নিজস্ব সমস্যা
মুচি: আমি জুতা মেরামত করি, আর বউ আমাকে!
শিক্ষক: স্কুলে আমি লেকচার দিই, আর ঘরে বউয়ের লেকচার শুনি!
অফিসার: আমি অফিসের বস, আর ঘরে বউয়ের কর্মচারী!
 ফাহিম-উল-হক
বোনাস অফার
দেশের মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বোনাস অফার অনেকটা এ রকম—
আগামী এক সপ্তাহে যদি আপনি ১৫০ বার এভারেস্টে ওঠা-নামা করতে পারেন, তাহলেই অমুক তারিখে পাবেন একটি সুগন্ধি সাবান ও দুটি মিস্টার অরেঞ্জ লজেন্স।
সাবান আর চকলেট ব্যবহারের উপায়:
 সাবানটা দিয়ে দিনে মাত্র একবারই গোসল করতে পারবেন। তিন দিনের মধ্যেই সাবান শেষ করতে হবে এবং তা কেবল টাইলস লাগানো বাথরুমের ক্ষেত্রেই প্রযোজ্য।
 মিস্টার অরেঞ্জ লজেন্স চুষে চুষে খেতে হবে। কামড় দিয়ে খেতে পারবেন না। তবে সপ্তাহে অন্তত ১৫০ বার এভারেস্টে না উঠলে স্টার মেম্বারশিপ বাতিল বলে গণ্য হবে। তখন আবার খোসাটাও ফেরত দিতে হবে।

 সুমন সরকার

সেলিব্রেটি
রিয়েল লাইফ সেলিব্রেটি আর ফেবু সেলিব্রেটিদের মধ্যে একটি অন্যতম পার্থক্য হলো—
ফেবু সেলিব্রেটিদের শুধু ফেবুতেই সার্চ করা হয়, কিন্তু রিয়েল লাইফ সেলিব্রেটিদের সার্চ করা হয় গুগলে।
 সাকলাইন মোস্তাক

কার্টুন খাও
ক্লাস টুয়ে পড়ার সময় একদিন ভাত খেতে চাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেও খাওয়াতে না পেরে মা বললেন, ‘আচ্ছা ঠিক আছে, তুমি কার্টুন খেতে খেতে ভাত দেখ!’
 আসফিয়া রুহামা

সাফল্য
সাফল্য এখন বুদ্ধির ওপর নির্ভর করে না, নির্ভর করে শর্টকাট মেথডের ওপর!