Thank you for trying Sticky AMP!!

বই উপহার দিবস

নওগাঁ বন্ধুসভা স্থানীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। সারা দেশে অনেক বন্ধুসভার বন্ধুরাই এ কাজটি করে থাকেন।
শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর পূর্বপ্রস্তুতি এটি। আর মাত্র এক দিন পরেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস। আমাদের বন্ধুরা প্রতিবারের মতো এবারও প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে যাবেন শ্রদ্ধা জানাতে। সব বন্ধুসভার প্রতি
অনুরোধ জানাই, দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করার জন্য।
আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, বন্ধুরা পরস্পরকে বই উপহার দেব। সেটি আয়োজন করেই করতে চাই। আমরা একটি দিবসও ঘোষণা করতে চাই, সেটির নাম হচ্ছে ‘বই উপহার দিবস’। আগামীকাল সোমবার ২০ ফেব্রুয়ারি বই উপহার দিবস ঘোষণা করা হচ্ছে। রাজধানী ঢাকায় দিবসটি পালিত হবে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে। দিবসটি যেন বই পাঠের প্রতি
বই কেনার প্রতি এবং বই উপহার দেওয়ার প্রতি আমাদের আগ্রহ বাড়ায়। সব বন্ধুর বইও যেন বন্ধু হয়ে ওঠে। সব বন্ধুর যেন ব্যক্তিগত
পাঠাগার গড়ে ওঠে।
আমরা একেকজন একেক এলাকায় বেড়ে উঠি। একেক এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলি। কিন্তু আমরা যেন আমাদের মাতৃভাষাটা
শুদ্ধ করে বলার চেষ্টা করি। প্রমিত উচ্চারণে কথা বলার যোগ্যতা অর্জন করি। আঞ্চলিক ভাষায় আমরা যেমন স্বতঃস্ফূর্ত, তেমনিভাবে
প্রমিত উচ্চারণে কথা বলার ক্ষেত্রেও যেন স্বতঃস্ফূর্ত থাকি।
সবাইকে একুশের শুভেচ্ছা।