Thank you for trying Sticky AMP!!

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ভালো কাজের শত পণ

শিক্ষামন্ত্রী দীপু মনিকে স্বাগত জানাচ্ছেন স্কুলের অধ্যক্ষ জিনাত চৌধুরী ও শিক্ষার্থীরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে ঢাকার সাউথ ব্রিজ স্কুল। ১৩ ফেব্রুয়ারি উত্তরায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম স্কুলটির শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দিয়েছে, জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে বছরজুড়ে তারা শতাধিক ভালো কাজ করবে। এই ভালো কাজের মধ্যে রয়েছে পরিবেশের যত্ন নেওয়া, গাছ লাগানো, পরিবারের প্রবীণদের দেখাশোনা, প্রতিবন্ধীদের সহায়তা করা, দেশীয় পণ্য কেনা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকা, নিজের দেশের ঐতিহ্য জানা, আরও নানা কিছু। নিজেদের প্রতিশ্রুতিগুলো লিখে রঙিন সব প্ল্যাকার্ড সাজিয়েছিল শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দেশপ্রেম, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুলের অধ্যক্ষ জিনাত চৌধুরী সূচনা বক্তব্যে বলেন, স্কুলের শিক্ষার্থীরা সারা বছর ধরে ভালো কাজ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে।

প্ল্যাকার্ডে ভালো কাজগুলোর কথা লিখেছিল শিক্ষার্থীরা