Thank you for trying Sticky AMP!!

বড়ি দিয়ে ইলিশের ঝোল

ইলিশের ঝোলে বাড়তি স্বাদ যোগ করতে ব্যবহার করতে পারেন মাষকলাই ডালের বড়ি। রেসিপি দিয়েছেন শেফ অসিত কর্মকার

বড়ি দিয়ে ইলিশের ঝোল

বড়ি দিয়ে ইলিশের ঝোল

উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, মাষকলাই ডালের বড়ি ১০০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ১ চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, মরিচগুঁড়া ২ চা–চামচ, কাঁচা মরিচবাটা আধা চা–চামচ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: ইলিশ মাছে হলুদ ও লবণ মেখে ভেজে আলাদা করে রাখুন। এবার ডালের বড়িগুলো তেলে ভেজে নিন। একই তেলে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এরপর ভাজা ডালের বড়ি দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ইলিশগুলো দিয়ে ২ মিনিট মাঝারি আঁচে রান্না করে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।