Thank you for trying Sticky AMP!!

বয়স কমাতে আদালতে

এমিল রাটেলব্যান্ড

আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই নাম পরিবর্তন করেন। অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গও পরিবর্তন করেছেন কেউ কেউ। নেদারল্যান্ডসের এক ব্যক্তি এসব নয়, আদালতে গেছেন বয়স কমাতে। ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি মনে করেন, এখন তাঁর বয়স হওয়া উচিত ৪৯ বছর।

নেদারল্যান্ডসের টেলিভিশন ব্যক্তিত্ব এমিল রাটেলব্যান্ডের জন্ম ১৯৪৯ সালের ১১ মার্চ। তিনি আদালতে আবেদনে বলেছেন, তাঁর জন্মতারিখ যেন ১৯৬৯ সালের ১১ মার্চ নির্ধারণ করা হয়। নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় একটি শহরের স্থানীয় আদালত চার সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কর্মকর্তারা মনে করছেন, বয়স কমানোর আইনি লড়াইয়ে রাটেলব্যান্ডের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

তবে রাটেলব্যান্ড বলেন, ‘বয়স যখন ৬৯, আমার অনেক সীমাবদ্ধতা থাকবে। কিন্তু আমার বয়স যদি ৪৯ বছর হয়, তাহলে আমি নতুন বাড়ি কিনতে পারি, ভিন্ন ধরনের গাড়ি চালাতে পারি, আরও বেশি কাজ করতে পারি।’ আদালত যদি রাটেলব্যান্ডের পক্ষে রায় দেন, তাহলে নেদারল্যান্ডস সরকারের দেওয়া তাঁর অবসরভাতা বন্ধ হয়ে যাবে।