Thank you for trying Sticky AMP!!

ভারী খাবারের পর

ভারী খাবারের পর দরকার পড়ে এক গ্লাস পানীয়র। তেমন দুটি পানীয় থাকছে এখানে। রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা 

ঘোল


ঘোল

উপকরণ
টক দই ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ (খোসাও রেখে দিন), লবণ আধা চা-চামচ ও পানি ২ কাপ। 

প্রণালি
লবণ ও পানি দিয়ে টক দই ডাল ঘুঁটনি বা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। তারপর লেবু চিপে রস ও খোসা দুটোই দইয়ের মিশ্রণে দিতে হবে। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। তৈরির পরপরই খেতে চাইলে ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে হবে। 

বোরহানি


বোরহানি

উপকরণ
টক দই ১ কেজি, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, সাদা সরিষাগুঁড়া ১ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পুদিনা পাতাবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, চিনি দেড় টেবিল চামচ, বিট লবণ ২ চা-চামচ, লবণ স্বাদমতো ও পানি ১ কাপ। 

প্রণালি
দই ফেটিয়ে তার সঙ্গে বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।