Thank you for trying Sticky AMP!!

মেড ইন চায়না

মেড ইন চায়না

একজন লোক টিভি বিক্রি করে দেবে! কারণ টিভিতে দেখার কিছু নেই, সবাই শুধু কথাই বলে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, টিভি বিক্রি করে একটা রেডিও কিনবে। শুধু কথা শোনার জন্য টিভি দেখার কোনো মানে হয় না। কথা শোনার জন্য রেডিওই যথেষ্ট। একটাই সমস্যা, টিভি চ্যানেলগুলো রেডিও ফ্রিকোয়েন্সিতে ধরে কি না কে জানে। সেটাও খুব একটা বড় সমস্যা না। চীন খুব বেশি দূরে নয়।

হ্যালো...মেড ইন চায়না? আমার একটা রেডিও লাগবে, যেটাতে টিভি চ্যানেলের টক শো শোনা যায়! ওকে ওকে। কুরিয়ার করবেন? নো প্রবলেম! কালই পেয়ে যাব? বাহ, অসাধারণ!