Thank you for trying Sticky AMP!!

মোজাখাদক!

.

বাড়ির পোষা কুকুরটা হঠাৎ করেই বমি করতে শুরু করেছিল। মালিক পড়েছেন দুশ্চিন্তায়। গ্রেট ডেন জাতের প্রিয় কুকুরটিকে সঙ্গে নিয়ে তিনি ছুটে গেছেন ডাভলুইস ইমার্জেন্সি অ্যানিমেল হসপিটালে। প্রাথমিকভাবে এক্স-রে করে চিকিৎসকেরা জানালেন, কুকুরটির পেটের ভেতর এমন কিছু আছে, যেটা সেখানে থাকার কথা নয়। মেডিকেলের ভাষায় চিকিৎসকেরা যাকে বলেন ‘ফরেইন ম্যাটেরিয়াল’। অতঃপর শরীরের ভেতরে থাকা এই ‘বহিরাগত’ বস্তুকে ‘পাকড়াও’ করতে অপারেশন টেবিলে নিতে হলো বেচারাকে। তা কী পাওয়া গেল? মোজা! একটা-দুটো নয়, প্রায় ৪৪টা মোজা! ভুল পড়েননি। তিন বছর বয়সী কুকুরটার পেটের ভেতর থেকে চিকিৎসকেরা একে একে প্রায় ৪৪টি মোজাই উদ্ধার করেছেন! পোষা প্রাণিটির মোজা খাওয়ার বদঅভ্যাস নতুন নয়। তাই বলে ‘৪৪’ সংখ্যাটা সবার জন্য বিস্ময়করই ছিল বটে। ঘটনা জানতে পেরে কুকুরটির মালিক চোখ কপালে তুলে বলেছেন, ‘তাই তো বলি! বাড়ির মোজাগুলো সব যায় কোথায়!’ এ ঘটনা ঘটেছে পোর্টল্যান্ডের অরিগনে।

.

তবে স্বস্তির খবর হলো, অস্ত্রপচারের পরদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ‘মোজাখাদক’। পরবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবারের লোকজন কুকুরটিকে, নাকি বাড়ির মোজাগুলোকে বন্দী করে রেখেছে, তা অবশ্য জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ঘটনা তাদের ইতিহাসেও এই প্রথম। দীর্ঘ দুই ঘণ্টার অস্ত্রপচার শেষে চিকিৎসকেরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। মজার ব্যাপার হলো, এই কাণ্ড ঘটিয়ে এরই মধ্যে গ্রেট ডেন জাতের কুকুরটি একটি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে গেছে। ‘দি অ্যাট হোয়াট?’ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করে পোষা পশুপাখিবিষয়ক একটি ম্যাগাজিন। যে প্রতিযোগিতায় অংশ নেয় এমন অদ্ভুত রুচিসম্পন্ন পোষা প্রাণীরা। ভেটেরিনারি প্র্যাকটিস নিউজ নামের ম্যাগাজিনটির করা তালিকায় সেরা তিনেই আছে কুকুরটির নাম। ভাবছেন, ৪৪টা মোজা খেয়েও বেচারা প্রথম হতে পারল না! জেনে নিন, এই তালিকায় প্রথম হয়েছে একটি ব্যাঙ! নিজের খাচায় থাকা ৩০টি রঙিন পাথর যে খেয়ে ফেলেছিল!
মো. সাইফুল্লাহ, সূত্র: ডেইলিমেইল