Thank you for trying Sticky AMP!!

শাজাহানের বাণী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তাঁর হাসির জন্য সমালোচিত। কেবল হাসি নয়, বিভিন্ন সময়ে তাঁর মুখনিঃসৃত কিছু ‘বাণী’ নিয়েও কম সমালোচনা হয়নি। কিছু উদাহরণ দেখুন। 

বাস্তবতা হলো দেশে চালকের সংকট আছে। আর এই বাস্তবতার ভিত্তিতে অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চেনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়।

১৮ আগস্ট ২০১১

(নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে) 

সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।

১৩ ডিসেম্বর ২০১৪

(সুন্দরবনের ভেতরে শ্যালা নদীতে তেলের ট্যাংকার ডুবে যাওয়ার পর)

একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।

৮ মার্চ ২০১৬
(বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে) 

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে। এগুলো নিয়ে আমরা যেভাবে কথা বলি, ওখানে কি এগুলো নিয়ে কেউ এভাবে কথা বলে?

২৯ জুলাই ২০১৮
(বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে) 

আমার হাসিটাই আমার দোষ। মুচকি হাসি আল্লাহ ও মানুষ সবাই পছন্দ করেন। যদি আমার মুচকি হাসি দোষের হয়, তাহলে আমি আর হাসব না।

৩১ জুলাই ২০১৮
(হাসি নিয়ে সমালোচনার মুখে শাজাহান খানের মন্তব্য)

সূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার