Thank you for trying Sticky AMP!!

শেষ ছবি!

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন

তাঁরা সবাই ছিলেন তারকা-মহাতারকা। ছিলেন ভুবনবিখ্যাত। কারও মৃত্যু ছিল স্বাভাবিক, কারওবা রহস্যে ঘেরা। কেমন ছিল তাঁদের জীবনের শেষ মুহূর্তগুলো? কিছুটা আভাস পাওয়া যাবে এসব ছবিতে। সূত্র: ইবমসওয়ার্ল্ড ডটকম

সংগীত কিংবদন্তি জন লেনন

১৯৫৫ সালের মার্চ মাসে নিউ জার্সির প্রিন্সটনে নিজ বাড়ির সামনে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। পরের মাসেই মারা যান তিনি

ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস

৮ ডিসেম্বর, ১৯৮০: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ঘাতক মার্ক ডেভিড চ্যাপম্যানকে অটোগ্রাফ দিচ্ছেন ব্রিটিশ সংগীত কিংবদন্তি জন লেনন।
১৯৯৭ সালের ৩১ আগস্ট। প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার আগ মুহূর্তে ব্রিটিশ রাজবধূ ডায়ানা (পেছনের আসনে)। পাশে (আড়ালে) তাঁর প্রেমিক মিসরীয় ধনকুবের দোদি ফায়েদ
হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর মৃত্যুরহস্য আজও অমীমাংসিত। ১৯৬২ সালের ৫ আগস্ট মৃত্যুর আগে শেষ সপ্তাহান্তের ছুটিতে মনরো। সঙ্গে জ্যাজ পিয়ানোবাদক বাডি গ্রেসো
মৃত্যুর পাঁচ দিন আগে বান্ধবী পামেল কোর্সেসনের সঙ্গে সংগীতশিল্পী জিম মরিসন। ধারণা করা হয়, এটিই ১৯৭১ সালের ৩ জুলাই মারা যাওয়ার আগে তোলা জিম মরিসনের শেষ ছবি
মাত্র ২৭ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস। ২০১১ সালের ২৩ জুলাই মারা যাওয়ার সপ্তাহ খানেক আগে উত্তর লন্ডনে তাঁর নিজ বাড়ির কাছে তোলা ছবি
প্রাণীবিদ বন্ধু ক্রিস জোনসের সঙ্গে অস্ট্রেলিয়ান টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন। ২০০৬ সালে স্টিভের মৃত্যুর দুই দিন আগে তোলা ছবি
জানুয়ারি, ২০০৮: লন্ডনে ছবির শুটিংয়ে অভিনেতা হিথ লেজার। এর কয়েক দিন পরেই মারা যান তিনি
গ্রন্থনা: রানা আব্বাস