Thank you for trying Sticky AMP!!

হেয়ার ড্রায়ার ব্যবহারে সতর্কতা

গোসলের পর চুল শুকানো ঝামেলাই বটে। বিশেষ করে প্রতিদিন যাঁদের বাইরে কাজ থাকে। চুল শুকাতে তাই অনেকেই হেয়ার ড্রায়ারের ব্যবহার করেন। হেয়ার ড্রায়ার নিয়মিত ব্যবহার করলে চুলের বেশ ক্ষতি হয়, এটা কমবেশি সবারই জানা। এ প্রসঙ্গে হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন বললেন, হেয়ার ড্রায়ার চুলের ময়েশ্চারাইজার শুষে নেয়। এতে চুল রুক্ষ হয়ে যায়। তাই চুল শুকাতে হেয়ার ড্রায়ার যতটা কম ব্যবহার যায়, ততই ভালো। তারপরও যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো।

হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় যেসব বিষয় মেনে চলবেন
১. হেয়ার ড্রায়ারে ঠান্ডা ও গরম বাতাস থাকে। যাঁরা নিয়মিত হেয়ার ড্রায়ারে চুল শুকান, তাঁরা ঠান্ডা বাতাস ব্যবহার করতে পারেন। এটা গরম বাতাসের চেয়ে অপেক্ষাকৃত চুলের কম ক্ষতি করে।
২. হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় দূর থেকে বাতাসটা চুলে লাগানোর চেষ্টা করুন। এতেও চুলের ক্ষতি কম হবে।
৩. অনেক হেয়ার ড্রায়ারের সঙ্গে চিরুনি যুক্ত থাকে। সম্ভব হলে এ ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
৪. যাঁরা হেয়ার ড্রায়ার নিয়মিত ব্যবহার করেন, তাঁদের চুলের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। এ জন্য সপ্তাহে অন্তত দুদিন চুলে তেলের ম্যাসাজ করতে হবে। এতে কিছুটা হলেও চুলের ড্যামেজ ভাব দূর হবে।
৫. হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর পর অবশ্যই হেয়ার সিরাম লাগান। না হলে চুলের ক্ষতি বাড়বে।