Thank you for trying Sticky AMP!!

'জান্নাত জয়ী হলে সেই জয় আমারও'

ইয়াসমিন জান্নাতের গল্পটা অন্যদের চেয়ে বেশ ভিন্ন।  জান্নাতের সংসারের কাজের চাপ কমিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন তাঁর স্বামী আরিফুর রহমান।

ইয়াসমিন সম্প্রতি প্রকাশ হওয়া ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ইয়াসমিন বললেন, ‘আমি যখন পড়ার টেবিলে, তখন আমার স্বামী আরিফুর দক্ষ হাতে ধরেছেন সংসারের হাল। আমাকে পড়ার টেবিলে নাশতা দেওয়া, বাসায় অতিথি এলে সে পরিস্থিতি সামাল দেওয়া—সব একা হাতে করেছেন।’

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আরিফুর বলেন, ‘ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে নিজে সব কাজ করে বড় হয়েছি। বিয়ের পরও ঘরের কাজগুলো করার চেষ্টা করি।’

আরিফুর বললেন, ‘এটা ভাবতেই খুব ভালো লাগছে যে জান্নাত এখন একজন সরকারি কর্মকর্তা হতে যাচ্ছে।’

পুরুষ হয়ে ঘরের কাজ করার কারণে নানান সময় তির্যক মন্তব্য শুনতে হয়েছে আরিফুরকে। তবে আরিফুরের মতে,‘জান্নাত জয়ী হলে সেই জয় আমারও।’

ইয়াসমিন বললেন, ঘরের চাপ মাথায় নিয়ে কার্যক্ষেত্রে সফল হওয়া কঠিন।