Thank you for trying Sticky AMP!!

দিনভর নানান আয়োজনে মুখর ‘গ্লেনফেস্ট ২০২৪’

রাজধানীর সাঁতারকুলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আজ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হয়ে গেল ‘গ্লেনফেস্ট ২০২৪’। শিশু–কিশোরদের জন্য আয়োজিত এ উৎসবে এসেছিলেন অভিভাবকেরাও। ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের একঝলক—

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী ও দর্শনার্থী এসেছিল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে।
উৎসবে ছিল ফেরিস হুইল, জঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার এবং ডল ক্যাচারের মতো কিছু রাইড।
নাচ–গানের প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উৎসবে পুতুলনাচ, শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আর্কেড গেমস এবং বিনোদনমূলক মাসকট নাচও মাতিয়েছে দর্শককে।
গ্লেনফেস্টে চারু ও কারুশিল্প, বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের স্টলে ভিড় ছিল পুরোটা সময়।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু–কিশোরদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।