Thank you for trying Sticky AMP!!

ভাবনা কেন চিনি খান না

ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল ইনস্টাগ্রামে অনুসরণ করা যায়—সেই তারকারা কীভাবে যত্ন নেন ত্বক আর চুলের। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সঙ্গে কথা বলে সেই ‘সৌন্দর্যের গোপন রহস্য’ নিয়ে লিখেছেন জিনাত শারমিন

ত্বক ও শরীরের যত্নে প্রচুর পানি পান করেন
  • মাত্র তিন বছর বয়স থেকে মুখে মেকআপ ব্যবহার করেন আশনা হাবিব ভাবনা। তাঁর ত্বক প্রাকৃতিকভাবেই সুন্দর হওয়ায় বেজ মেকআপ খুব কম ব্যবহার করেন।

  • ত্বক ও শরীরের যত্নে চিনি প্রায় খান না বললেই চলে। প্রচুর পানি পান করেন। জিরা, মেথি ও জোয়ান সারা রাত পানিতে ভিজিয়ে রেখে উষ্ণ গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খান।

তিন বছর বয়স থেকে মুখে মেকআপ ব্যবহার করেন আশনা হাবিব ভাবনা
  • যোগব্যায়াম করেন।

  • কমলার খোসার পেস্ট ও মধু মিশিয়ে মুখে ব্যবহার করেন।

পারতপক্ষে চুলে বা ত্বকে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না
  • কফি, লেবু, চিনি মিশিয়ে স্ক্রাবিং করেন।

  • চুলের যত্নে ভাবনা মাসে দুবার গোসলের এক ঘণ্টা আগে নারকেল তেলের সঙ্গে তাঁর ছাদবাগানের জবা, অ্যালোভেরা মিশিয়ে চুলে মালিশ করেন। পারতপক্ষে চুলে বা ত্বকে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না।