Thank you for trying Sticky AMP!!

বিটিভিতে স্বল্পদৈর্ঘ্য ছবি জমা দেওয়ার সুযোগ তরুণদের জন্য

তরুণ চলচ্চিত্র নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সহায়তা ও উৎসাহ দিতে ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশের যেকোনো তরুণ এতে অংশ নিতে পারবেন।

প্রকল্পটি সম্পর্কে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, একসময় যে তরুণেরা সাহিত্যপাঠ ও সৃজনশীল কাজে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে উদ্‌গ্রীব ছিলেন, তাঁদের সরব উপস্থিতি এখন সিনেমাতেও লক্ষণীয়। এই বাস্তবতা বিবেচনা করে চলচ্চিত্রপ্রেমী তরুণদের নির্মাতা হয়ে ওঠার সহযাত্রী হতে ছোট ছবির বড় নির্মাণ আয়োজন করতে যাচ্ছে বিটিভি। এই প্রকল্পের অধীন প্রচার-প্রচারণার মাধ্যমে নির্মাতা খুঁজে, কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে পাণ্ডুলিপি চূড়ান্ত করে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও সম্প্রচার করা হবে।

নিয়মকানুন

  • চলচ্চিত্র নির্মাণে আগ্রহী ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশের যেকোনো নাগরিক অনলাইনে আবেদনের মাধ্যমে এই প্রকল্পে অংশ নিতে পারবেন।

  • বিটিভির ওয়েবসাইট থেকে ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ অপশনে ক্লিক করে গুগল ফরমে তথ্য পূরণ করতে হবে। সঙ্গে ১-৩ মিনিটের একটি অডিও ভিজ্যুয়াল প্রডাকশনও (যদি থাকে) জমা দেওয়ার সুযোগ আছে।

  • যথাযথভাবে তথ্য পূরণ করা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। 

  • অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৩। 

  • প্রাথমিকভাবে নির্বাচিত নির্মাতারা কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

  • ১০ দিনের কর্মশালায় অংশগ্রহণকালে আবাসনব্যবস্থা ও যাতায়াতের ব্যয় বিটিভি কর্তৃপক্ষ বহন করবে না। 

  • কর্মশালায় অংশগ্রহণ সাপেক্ষে মূল্যায়নের মধ্য দিয়ে নবীন চলচ্চিত্র নির্মাতাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। 

  • বিটিভির কারিগরি, শিল্পী-সম্মানী ও অন্যান্য সহায়তায় প্রত্যেক নির্মাতা ২০-২৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন। 

  • নির্মিত চলচ্চিত্রগুলো বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সিটিভি ও বিটিভির সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।

বিস্তারিত দেখুন এখানে