Thank you for trying Sticky AMP!!

শিশুরা আরও রঙিন

শিশুদের যোগব্যায়াম েশখানোর চল দেখা গেছে এ বছর। ছবি: নকশা

২০১৯ সাল জুড়েই শিশুদের ফ্যাশন ও জীবনযাত্রায় কিছু বিষয় ছিল বেশ নতুন। যেমন শিশুদের জন্য যোগব্যায়াম শেখার প্রতিষ্ঠান। এ বছরে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতিতে শুরু হয় শিশুদের ইয়োগা শেখানোর আয়োজন। এ ছাড়া বড়দের পাশাপাশি শিশুদের ফ্যাশনও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে ফ্যাশন হাউসগুলোতে। ২০১৮ সালে শিশুর পোশাকে চেক বা স্ট্রাইপ নকশা ব্যবহার দেখা গেছে। তবে ২০১৯ ফুলেল ছাপা ও বল ছাপার ব্যবহার ছিল ট্রেন্ডি। ছেলেশিশুদের জন্য সব ধরনের পোশাকের সঙ্গেই কঁটির ব্যবহার দেখা গেছে খুব। এ ছাড়া ছেলেমেয়ে উভয়ের জন্যই এ বছরে দেখা গেছে পপ’স বা রঙিন সানগ্লাস।

ব্যাগ, জুতা আর রোদচশমা এবার ব্যবহার করেছে অনেক শিশু

শিশুদের জুতায় লোফারের জনপ্রিয়তা কমে স্পোর্টস ক্রিসের ফ্যাশন ছিল বেশ। এ ছাড়া মেয়ে বাচ্চাদের জুতায় পাথর, পুঁথি ও গ্লিটার ব্যবহৃত হয়েছে খুব। আবার জামার সঙ্গে মিলিয়ে ফুলেল ছাপার জুতাও ছিল। এ ছাড়া কার্টুন করা জুতাও পিছিয়ে ছিল না। শিশুদের জন্য ছোট ব্যাগের চাহিদা ছিল চোখে পড়ার মতো। কার্টুন করা বা কমিক চরিত্রের ছোট স্কুলব্যাগ বছরজুড়েই ছিল ট্রেন্ডি। আবার মেয়েশিশুদের জন্য কিটি ব্যাগ বা বিউটি ব্যাগে পাথর, পুঁথি, ডিজনি প্রিন্সেস ও কার্টুনের ব্যবহার দেখা গেছে। মানুষের মধ্যে বেড়েছে ঘোরার প্রবণতা। যে কারণে বেবি স্ট্রলারের ব্যবহার দেখা গেছে বছরজুড়েই।