Thank you for trying Sticky AMP!!

পোশাক: আলমীরা স্টাইলিং: শাহরুখ আমীন মেকওভার: ফারজানা শাকিল মডেল: ফারজানা বুবলি

ষোলো আনা বাঙালিয়ানা

পূজার সঙ্গে লাল-সাদার সম্পর্কটা নিবিড়। অঞ্জলি থেকে আরতি হয়ে সিঁদুর খেলা রঙ দুটি গলাগলি করে মানিয়ে যায় সবখানে। এই দুটি রঙের উপস্থিতি যদি থাকে সকাল, বিকেল বা রাতের সাজে, তাহলে মন্দ কি? বরং ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে এগিয়ে চলাই তো জীবন।  ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন এ জন্য উৎসবের শেষ দিনটিকে রঙিন করেছেন ঐতিহ্যের সাদা-লালে, আধুনিকতার পারিপাট্যে।

পোশাক: আলমীরা স্টাইলিং: শাহরুখ আমীন মেকওভার: ফারজানা শাকিল মডেল: ফারজানা বুবলি

লাল-সাদা লিনেন শাড়ির অর্ধেকটা সাদা, আর অর্ধেকটা লাল চেক। শাড়িতে লাল চিকন পাড়। চেকের মধ্যে উজ্জ্বল সব রঙের ছোট ছোট ফুল এমব্রয়ডারি করা।

চমৎকার এই শাড়ি পরানো হয়েছে হাফহাতা ছাপা ব্লাউজের সঙ্গে। গলায় পুঁতির মালা। একেবারেই সিগনেচার পিস।

পোশাক: আলমীরা স্টাইলিং: শাহরুখ আমীন মেকওভার: ফারজানা শাকিল মডেল: ফারজানা বুবলি

টেনে সিঁথি করে চুল বেঁধে হাতখোঁপা করা। সাধারণ মেকআপে লাবণ্যময়। ছোট টিপ আর চোখে কাজল, খোঁপায় লাল গোলাপে অনিন্দ্য পূর্ণতা। সব মিলে পরিমিত, পরিপাটি আর লাবণ্যময়। একেবারে যেন ষোলো আনা বাঙালিয়ানা। দশমীর দিনটা হোক স্নিগ্ধ, সতেজ আর আনন্দময়। শুভ বিজয়া।