Thank you for trying Sticky AMP!!

আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আলাদাভাবে আমার প্রিয় কলকাতার প্রতিমা, শিপ্রা, গীতা এবং মৃণাল, সুবীর ও পিন্টু। এ সময়ে গানটা একটা প্রধান সম্বল, মন ভালো রাখার জন্য। আপনার প্রিয় শিল্পীদের গান শুনতে থাকুন এবং ভালো থাকুন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে লোকের সঙ্গে আপনার কিঞ্চিৎ মতবিরোধ ঘটতে পারে। দরকার কী, ফালতু ঝামেলা বাড়িয়ে? মেজাজ শরিফ ঠান্ডা রাখুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একটা ঝড় উঠেছে, আপনার একার নয়। এ ঝড় থেমে যাবে। বিশ্বাস রাখুন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আপনার নিজস্ব জীবনদর্শনটা জাগ্রত রাখুন। নিজে বাঁচুন সুষ্ঠু উপায়ে। অন্যকেও বাঁচতে সাহায্য করুন। এতেই শান্তি।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এখন দুশ্চিন্তার সময় নয়। চিন্তা, পরিকল্পনা এবং সে অনুযায়ী কাজ করার সময়। নিজের চারপাশের মানুষকে উজ্জীবিত রাখুন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
দায়িত্বকে ভয় পাবেন না। সুচারুভাবে দায়িত্ব পালনের যোগ্যতা আপনার তো আছে। নিজেকে প্রমাণ করুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার চিন্তার পজিটিভ দিকগুলো এখন সক্রিয় আছে। কাজেই দমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই এখন আপনার উচিত হবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
যার কাজের সুযোগ নেই এবং কাজও নেই, সে-ই তো দুর্ভাগা। আর কাজ করে যেতে পারলে তবেই যাবতীয় সাফল্যের আশা। আপনার কাজ এবং সাফল্য—দুটোই আছে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনুর চেতনায় একটা মিশন ও প্যাশন কাজ করে। তার মহৎ চিন্তাগুলো এখন বাস্তবায়িত হবে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার মন আকাশের মতো উদার এবং অন্যের কল্যাণে সমর্পিত। এ সপ্তাহে মন থেকে সব সংশয় সরিয়ে দিয়ে নিজের কাজ চালিয়ে যান।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
বিরতিহীনভাবে টানা কাজ করবেন না। মাঝখানে যথেষ্ট বিশ্রাম ও বিনোদনের জায়গা রাখুন। এতে আপনি পিছিয়ে যাবেন—এমন ভাবার কোনো কারণ নেই। সাধারণত আপনার সব গন্তব্যের শেষে সাফল্যই থাকে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
স্বপ্নগুলো জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেবার মতো কিছু ঘটেনি। ওগুলো আপাতত বালিশের তলায় জমা রাখুন। সুবহা জরুর আয়েগি। ভোর নিশ্চয়ই আসবে। শুভ হোক!