Thank you for trying Sticky AMP!!

চলতি পথে মানতে হবে

নিজের গন্তব্যে পৌঁছাতে গিয়ে অন্যকে যাতে অস্বস্তিতে না ফেলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে

পথ কারও একার নয়। তাই নিজের গন্তব্যে পৌঁছাতে গিয়ে অন্যকে যাতে অস্বস্তিতে না ফেলি, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশু ও নারীর স্বাচ্ছন্দ্যে চলা নিশ্চিত করা আবশ্যক।

যা করবেন

১. ফুটপাতে যার যার বাঁ দিক দিয়ে চলাচল করা উচিত। তাহলে অন্য পাশ থেকে কারও আসতে অসুবিধা হবে না।

 ২. ফুটপাতের পরিসর এমনিতেই সংকীর্ণ। তাই এক পাশ দিয়ে কেবল একজন ব্যক্তিরই চলাচল করাই ভালো। পাশাপাশি একাধিক ব্যক্তি না হাঁটাই ভালো। এতে অন্যের পথে বাধা হওয়ার আশঙ্কা থাকে না।

 ৩. সামনের ব্যক্তিকে অতিক্রম করতে চাইলে ভদ্রভাবে তাঁর মনোযোগ আকর্ষণ করে তাঁকে একটু পাশে সরে জায়গা দিতে বলুন।

  ৪. সঙ্গে ব্যাগ, ছাতা প্রভৃতি থাকলে সামলে চলুন। এগুলোতে অন্য কারও যাতে ধাক্কা কিংবা খোঁচা না লাগে, খেয়াল রাখুন।

৫.ফুটপাতে পানি জমে থাকলে সাবধানে হাঁটুন। দ্রুত ছপছপিয়ে গিয়ে অন্য কারও পোশাকে পানি ছিটাবেন না।

 ৬. চলতে চলতে পরিচিত কারও সঙ্গে কুশলবিনিময় করতে হলে ফুটপাত থেকে সরে গিয়ে কথা বলা উচিত।

 ৭. চলতে চলতে হঠাৎ উল্টো দিকে ঘুরতে গেলে আশপাশের পথচারীদের দেখে তারপর ঘুরুন। হুট করে ঘুরলে কারও সঙ্গে ধাক্কা লেগে যেতে পারে।