Thank you for trying Sticky AMP!!

ছুটিতে জাফলংয়ের জলধারায়

সিলেটের গোয়াইনঘাটে প্রকৃতিকন্যাখ্যাত জাফলংয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। সবুজ পাহাড়ের পাদদেশের পিয়াইন নদে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট-বড় পাথর। কোথাও হাঁটুজল, কোথাও অথই। পাহাড়ের পাথুরে বুক চিরে বেরিয়ে এসেছ ‘মায়াবী ঝরনা’। সবুজ পাহাড়ঘেরা এ জাফলংয়ে বেড়াতে আসেন পর্যটকেরা। এবারের ঈদের ছুটিতেও ঢল নেমেছে মানুষের। দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসু মানুষ ভিড় করছেন এখানে। প্রাকৃতিক নৈসর্গের এই লীলাভূমির ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের।
প্রাকৃতিক সৌন্দর্য এখানে স্থির হয়ে আছে যেন।
পিয়ান নদের তীরে ভ্রমণপিপাসুদের ভিড়।
পিয়ান নদীর শীতল পানি পর্যটকদের স্বস্তি দিয়েছে।
জাফলংয়ের সৌন্দর্য দেখতে এসে ছবি তোলা হবে না, তা কি হয়!
জাফলং মানেই যেন পাহাড়-নদীর মেলবন্ধন।
দূরদূরান্ত থেকে মানুষ আসছে। ছবি তোলার মাধ্যমে স্মৃতি ধরে রাখতে চান সবাই।
বিশাল বলের পেটে একজন!