Thank you for trying Sticky AMP!!

বিশ্বের শীর্ষ ধনীদের প্রথম পেশা যা ছিল

ইলন মাস্ক

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইলন মাস্কের পেশাজীবন শুরু হয়েছিল কৃষিকাজ দিয়ে। কানাডায় কাজিনের কৃষি খামারে গায়েগতরে খেটে মটরদানাসহ বিভিন্ন শস্যের চাষাবাদ করতে হতো তাঁকে।

বার্নার্ড আরনল্ট

বৈশ্বিক বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ বা লুই ভুঁতোর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের পেশাজীবন শুরু হয়েছিল তাঁর বাবার প্রতিষ্ঠিত রিয়্যাল এস্টেট কোম্পানি ফেরেট স্যাভিনেলে।

জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রথমে ছিলেন ম্যাকডোনাল্ডসের কর্মী। গ্রিল অপারেটর হিসেবে সেখানে খাবারের রন্ধনপ্রক্রিয়া, পরিবেশন ইত্যাদি বিষয়া দেখভাল করতে হতো তাঁকে।

ল্যারি এলিসন

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন পেশাজীবন শুরু করেছিলেন অ্যাম্পেক্স করপোরেশনে, কম্পিউটার প্রোগ্রামার হিসেবে।

ওয়ারেন বাফেট

মার্কিন ব্যবসায়ী এবং বার্কশায়ার হ্যাথাওয়ের সহপ্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট কর্মজীবন শুরু করেন মাত্র ১৩ বছর বয়সে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পত্রিকা বিলি করতেন বাফেট।

বিল গেটস

বিল গেটসের হাতেই গড়ে ওঠে টেক জায়ান্ট মাইক্রোসফট। বিল গেটসের পেশাজীবন শুরু হয়েছিল টিআরডব্লিউ নামের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে।

স্টিভ বলমার

মাইক্রোসফটের সিইও হওয়ার আগে স্টিভ বলমার কাজ করেছেন মার্কিন ভোগ্যপণ্যের বহুজাতিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যাণ্ড গ্যাম্বলের ইন্টার্ন হিসেবে।

মার্ক জাকারবার্গ

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে তাঁর ওয়েবসাইট ফেসবুকের জন্য কোডিং শুরু করেছিলেন।

সের্গেই ব্রিন

বিশ্বের অন্যতম ধনী সের্গেই ব্রিন ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডের পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেইজের সঙ্গে মিলে টেক জায়ান্ট গুগল প্রতিষ্ঠা।

ল্যারি পেজ

বিশ্বের অন্যতম ধনী ল্যারি পেজ ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডের পিএইচডি শিক্ষার্থী সের্গেই ব্রিনের সঙ্গে মিলে টেক জায়ান্ট কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে আবু দারদা মাহফুজ