Thank you for trying Sticky AMP!!

আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতা

প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’ ও অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’ নবীন লেখকদের উৎসাহিত করতে গল্প প্রতিযোগিতার একটি আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ, সাদাত হোসাইন, আশীফ এন্তাজ রবি এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
এ প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে ‘আদর্শ’ প্রকাশনীর সম্পাদক কবি রওশন আরা মুক্তা বলেন, ‘মূলত নতুন লেখকদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো লেখক বের হয়ে আসুক।’ প্রতিযোগিতার নিয়ম প্রসঙ্গে তিনি বলেন, নারী-পুরুষ যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী যেকোনো বিষয়ের ওপর যেকোনো শব্দসংখ্যার কেবল একটি গল্পই পাঠাতে পারবেন। গল্পটি বই ছাড়া অন্য কোথাও প্রকাশিত হলেও সমস্যা নেই। প্রতিযোগিতাটি নবীন-প্রবীণ সব লেখকের জন্য উন্মুক্ত। তবে প্রতিযোগীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ বছর। আগামী ১৫ নভেম্বরের মধ্যে গল্পটি ই–মেইল করতে হবে story@adarsha.com.bd ঠিকানায়।

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আদর্শ ও রকমারির ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেরা তিন বিজয়ী পাবেন ‘আদর্শ’ থেকে প্রকাশিত ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকার বই এবং নির্বাচিত প্রত্যেক গল্পকার পাবেন ১ হাজার টাকার বই। ২০২১ সালের একুশে বইমেলায় নির্বাচিত গল্পগুলো নিয়ে বই প্রকাশ করবে ‘আদর্শ’। এ ছাড়া নির্বাচিত লেখকদের নিয়ে আদর্শ ও রকমারি লেখালেখিবিষয়ক কর্মশালার আয়োজন করবে। প্রতিযোগিতায় আরও বিস্তারিত জানতে পারবেন: www.facebook.com/rokomari/posts/3084927311609188
প্রতিযোগিতা প্রসঙ্গে এর অন্যতম বিচারক সাদাত হোসাইন বলেন, ‘এ কর্মযজ্ঞের মাধ্যমে নতুন লেখক যেমন বের হয়ে আসবেন, তেমনি এটি সম্ভাবনাময় নতুন লেখকদের জন্য দারুণ একটি ক্ষেত্র হয়েও উঠবে বলে আশা করি।’

অন্যআলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: info@onnoalo.com