Thank you for trying Sticky AMP!!

ইমরান চৌধুরীর 'পঞ্চপ্রহর' গ্রন্থের প্রকাশনা

‘পঞ্চপ্রহর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে অতিথিরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কথাসাহিত্যিক ইমরান চৌধুরীর উপন্যাস সংকলন ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের প্রকাশনা উৎসব, বিতরণ ও একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলা বিভাগ ও জয়কলি প্রকাশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের ৫০০ কপি লটারির মাধ্যমে বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক সাদিয়া আফরোজ সিফাতের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজতাত্ত্বিক মো. মনোয়ারুল হক, জয়কলি প্রকাশনীর উপদেষ্টা রাহেল রাজীব।

‘পঞ্চপ্রহর’ গ্রন্থের লেখক ইমরান চৌধুরী বলেন, ‘ভালো লাগা থেকেই লেখালেখি করি। বইটি পাঠকের কাছে সমাদৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবীর চৌধুরী লেখালেখি করেন ইমরান চৌধুরী নামে। ‘পঞ্চপ্রহর’ তাঁর লেখা পাঁচটি উপন্যাসের সংকলন।