Thank you for trying Sticky AMP!!

ইশকুলটা

ধরেই নিলাম ইশকুলটা

মিষ্টি ভোরের ঘুম—

মায়ের কোলে মুখ লুকানো

আলতো শীতের উম।

ইশকুল আমার ভোরের শিশির

ভোরের আলোর ফুল—

ফিতেয় বাঁধা বুবুর বেণি

ছোট্ট কানের দুল।

কুলুকুলু একটা নদী

একটা খেলার মাঠ—

আদর-আদর গল্প বলা

জোছনা রাতের হাট।

রং ছিটানো ড্রয়িং খাতা

যখন যা চায় মন—

করতে পারার স্বাধীনতা

মনেরই মতন।

ইচ্ছে হলো অমনি ছুটি

সারাটা দিনভর—

কোথায় আছে ঘুঘুর বাসা

বাবুই পাখির ঘর?

কোথায় রঙিন প্রজাপতি

ফড়িং পাখির ঝাঁক?

আমের ডালে মৌমাছিদের

আস্ত মধুর চাক।

ইশকুল আমার এমন কেন

পড়ার কেন ভয়?

ইশকুল আমার যেমন খুশি

তেমন কেন নয়?