Thank you for trying Sticky AMP!!

উড়ে যাচ্ছিলেন বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধারণত উড়িষ্যা (ওডিশা) অঞ্চলের অধিবাসীদের মতো ছোট করে চুল ছাঁটতেন। গায়ে চাদরও পরতেন তাদের ঢঙে। এ কারণে কেউ কেউ রাস্তাঘাটে তাঁকে দেখলে, বিশেষত দুষ্টু অল্পবয়সী ছেলেরা, ‘উড়ে’ বা উড়িষ্যার লোক বলে তাঁকে ক্ষিপ্ত করার চেষ্টা করত। তো একদিন বিদ্যাসাগর রাস্তা দিয়ে দ্রুতলয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। যথারীতি একদল ডেঁপো ছেলে তাঁকে উদ্দেশ করে দূর থেকে বলল, ‘ওই যে দ্যাখ, উড়ে যাচ্ছে।’ কথাটা কী করে যেন বিদ্যাসাগর শুনতে পেলেন। তখন তিনি হাঁটা থামিয়ে ওদের কাছে গিয়ে মুখ থমথমে করে বললেন, ‘কী কথা বলা হচ্ছিল শুনি?’ ছেলেগুলো ভয় পেয়ে শেষমেশ জবাব দিল এমন, ‘আপনি এত দ্রুত হাঁটছিলেন যে আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম, ওরে বাবা, লোকটা যেন রীতিমতো উড়ে যাচ্ছে!’ মুশকিলে পড়া বাচ্চাদের মুখ থেকে এমন জবর পাশ-কাটানো জবাব বিদ্যাসাগরের মনের রাগ গলিয়ে জল করে দিল। হাসিমুখে তিনি অতঃপর নিজের পথে দিলেন ফের হাঁটা।

গ্রন্থনা: মুহিত হাসান, সূত্র: শৌরীন্দ্রকুমার ঘোষের সাহিত্যিক কৌতুকী