Thank you for trying Sticky AMP!!

এ বসন্তে

ওগো প্রেম, এ বসন্তে আমি তোমার খাদ্য হতে চাই

অগ্নিলীন এই দেহ খেয়ো তুমি অস্থিমজ্জাসহ

পুরুষের তাজা শেলে শতছিদ্রা ওড়নার নিচে

তুমি জানো উদয়াস্তের না দেখানো দাবদাহ

নিয়ো মণিহারা মন, খেয়ো তার অস্থি জ্বলন

যারা গিলেছিল মুহূর্তের আণবিকে, নিয়ো সে প্রবাহ

নেয়নি পবিত্র মঠ এই দেহঘট, এমন কুসুমভাণ্ড

প্রেমের পুরুত, তাঁর পদপ্রান্তে কুণ্ডলী পাকানো এ দেহমণ্ডপ

লবণ মাখানো ক্ষত, চুইয়ে পড়ছে রক্তাভ নৈঃসঙ্গ্য

পাপিষ্ঠ এ মাংস, সহস্র সাহারা ঘোরা, আত্মমরীচিকাময়

খেয়ো কান্নাভরা ক্লেদ, অভিমান, কান্না ও ঘৃণা,

রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠা পরাজিত পারিজাত ও প্রণয়

ক্ষুধার্ত আঙুল খেয়ো, স্পর্শহীনতার শোকে যারা

শূন্যতা খামচে ধরে ডাইনির নখে

খেয়ো শরীরের ক্ষুধা তার জখমের হ্রেষাধ্বনি,

সমস্ত ফাটল ভরে গেছে নপুংসকের লালায়, খেয়ো তার ভুল

এ বসন্তে আমার মাংসের দামে যেন পাই একখানি প্রেমের মুকুল!