Thank you for trying Sticky AMP!!

টমাস ট্রান্সট্রোমারের কবিতা

অগ্নিলিখন
যখন তোমার সঙ্গে প্রেম করেছি তখনই আমার বিষণ্নবিধুর মাসগুলো
ঝলমল করে উঠেছে।
জোনাকিরা যেভাবে জ্বলে আর নেভে, নেভে আর জ্বলে,—স্ফুলিঙ্গের মতো
অলিভ গাছের আঁধারে কেমন করে ওড়ে
আমরা তাদের সেই উড়ালটা বুঝতে পেরেছি।

বিষণ্নবিধুর মাসগুলোতে আত্মাটা ছিল সংকুচিত, বিবর্ণ, মৃত,
আমার শরীর তবু সরাসরি তোমার দিকেই ঝুঁকেছিল।
রাতের আকাশ চিৎকার করে উঠছে।
সংগোপনে মহাজাগতিক ওলান থেকে মন্থন করে তুলে আনছি দুধ
আমরা এভাবেই বেঁচে গেলাম।

অক্টোবরের ছবি
দড়িটাতে মরচেপড়া দাগ। এই দূর মধ্যদেশে কী ঘটছে?
ঠান্ডায় নিবু নিবু বিরাট একটা প্রদীপ।
কিন্তু বৃক্ষের রং ভীষণ ঝলমলে: সমুদ্রের অন্য তীরে সংকেত পাঠাচ্ছে।
লোকগুলো চাইছে সেখান থেকে কেউ তাদের বের করে আনুক।
বাড়ি ফেরার পথে আমি দেখি ঘাসের তল থেকে মাথা তুলছে ব্যাঙের ছাতারা।
সবই হাতের আঙুল, সাহায্যের জন্যে এমন একজনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে
অনেক দিন ধরে যে ওই অন্ধকারে একা একা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
আমরা এ রকম একটা পৃথিবীরই মানুষজন।