Thank you for trying Sticky AMP!!

নদীপথের কাব্য

তোমার এই নদীটা যখন

বাড়ির পেছনের দিকে ছিল,

তখন তার দুই তীরে ছিল

আজকের চেয়ে ঢের বেশি

গাঢ়, গভীর সবুজ বন—

তোমার কি মনে পড়ে,

তখন ওই স্রোতস্বিনীর জলে

আমরা দুজন

সাঁতার কেটেছি কত?

সন্তরণ শেষে

কৃষকের ফসলের মতো

তোমার কোলজুড়ে

এসেছে সন্তান।

তারপর কালের বিবর্তনে

আমরা উঠে দাঁড়িয়েছি,

তোমার নদীটি ক্রমশ

সরে গেছে সামনের দিকে।

তুমি কি ভুলে গেছ তোমার

ওই অতীতের নদীখানি?

আমি ভুলি নাই।

তোমার বাড়ির পেছনের

ওই স্রোতস্বিনীটির কথা,

এখনো আমার

মাঝে মাঝে খুব মনে পড়ে।