Thank you for trying Sticky AMP!!

প্রমথ চৌধুরীর উপেক্ষা ও অতঃপর

প্রমথ চৌধুরী, অলংকরণ: তুলি

তখন প্রমথ চৌধুরী বয়সে নেহাতই তরুণ। তবে তরুণ হলে কী হবে, সে সময় থেকেই রসিকতা বা মুখের ওপর ধারালো কথা বলায় তাঁর জুড়ি মেলা ভার। একদিন তাঁকে তাঁর এক বন্ধু এসে জানালেন, কাছেপিঠেই একটা সাহিত্য সম্মেলন হচ্ছে, আর সেখানে প্রধান অতিথিরূপে উপস্থিত আছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কাজেই সেখানে যাওয়াটা অবশ্যকর্তব্যের পর্যায়ে পড়ে। কিন্তু তরুণ প্রমথ সেখানে যাওয়ার ব্যাপারে খুব একটা গা করলেন না। অতঃপর নাছোড়বান্দা বন্ধু প্রমথের মনকে বিগলিত করার আশায় বলে বসলেন, ‘রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর তরুণী ভাইঝি, যুগপৎ বিদুষী ও সুন্দরী ইন্দিরা দেবীও উপস্থিত আছেন।’ এ কথা শুনে প্রমথ চৌধুরী এবার যারপরনাই রেগে গিয়ে বললেন, ‘পরের বাড়ির খুকি দেখবার লোভ আমার নেই!’

নিয়তির এমনই লিখন, পরে সেই ইন্দিরা দেবীর সঙ্গেই বিয়ে হয়েছিল প্রমথ চৌধুরীর।

সূত্র: হরীতকৃষ্ণ দেবের সবুজ পাতার ডাক


গ্রন্থনা: মুহিত হাসান