Thank you for trying Sticky AMP!!

বর্ষা, জয়দেবপুরে

অলংকরণ: মাসুক হেলাল

পথে পথে জমে আছে আবর্জনা, পাতা ঝরার।

ধুলো মনে।

অথচ এখানে খুব সবুজ ছিল, কচি পাতার।

ফুলও ফুটেছিল

সেই সকল বসন্তদিনে।

আকাশে যে তুলো তুলো শাদা শাদা মেঘ শরতের

সে-ও ছিল, আমাদের মনে।

পাখিও ডাকত কায়াতরুর পঞ্চবি ডালে ডালে

আর যা যা করতে পারি স্মরণ মধুমাসের, আনন্দ দিনের

সকলই ছিল।

সেই সব ঋতুমাসের, তোমাকে নিয়ে থাকা দিনে।

আজ খুব বৃষ্টি আজ খুব বর্ষা

পাতাঝরা, ধুলোদিনে।

এই নোনাজলের বর্ষায় তুমি ভিজে চলেছ

ভিজে চলেছে তোমার কবর, জয়দেবপুরে।